ডেস্ক নিউজ:
ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। যে কারণে লেখিকার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দেয়া হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) থেকে তসলিমা নাসরিনের অ্যাকাউন্টটি এমন ‘রিমেম্বারিং’ দেখাচ্ছে। সাধারণত কোনো ফেসবুক প্রোফাইলে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই শুধু ‘রিমেম্বারিং’ লেখা হয়ে থাকে।
লেখিকার ফেসবুক আইডিতে ঢুকলে দেখা যাচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’
হঠাৎ এ ‘রিমেম্বারিং’ শব্দে চিন্তায় পড়ে গেছেন নেটিজেনরা। কেননা কোনো ফেসবুক প্রোফাইল ‘রিমেম্বারিং’ করতে হলে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। এরপর এ আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই বাছাই করে ফেসবুক কর্তৃপক্ষ কোনো আইডি ‘রিমেম্বারিং’ করে।
লেখিকার ঠিক কী হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এখনও লেখিকার আইডিটি একটিভ রয়েছে।
প্রসঙ্গত, আইডি ‘রিমেম্বারিং’ হওয়ার ঘটনা এবারই প্রথম নয় তসলিমা নাসরিনের। ২০২২ সালেও একবার অ্যাকাউন্ট রিমেম্বারিং হয়েছিল তার। তবে সেসময় এক্স এ পোস্ট করে তিনি জানিয়েছিলেন, জীবিত আছেন। কিন্তু এবার তেমন কোনো বার্তা এখনও দেননি লেখিকা।
+ There are no comments
Add yours