উত্তম চরিত্র মানব সেবা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে;এড. মোয়াজ্জেম 

Estimated read time 1 min read
Ad1

 

মাহবুবুর রহমান জিলানী,গাজীপুর:

 

উত্তম চরিত্র, মানব সেবা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে।  আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে যোগ্যতা অর্জনের বিকল্প নেই। এজন্য ব্যাপক পড়াশুনো করতে হবে। আমাদের এখন বেশি দরকার আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন। এজন্য রাত জেগে বেশি বেশি নফল ইবাদত ও অধ্যায়নে মনোনিবেশ করতে হবে। পথহারা মানুষের মুক্তির লক্ষ্যে দাওয়াতী কাজ বৃদ্ধি করতে হবে। সমাজ এবং রাষ্ট্রের সর্বপর্যায়ে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

গতকাল (২৫ অক্টোবর) শুক্রবার টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে জামায়াতে
টঙ্গী মডেল থানা ইউনিট প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
তিনি আরো বলেন, মহান আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য গাজীপুর মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এলাকার প্রতিটি পাড়া মহল্লায়, অলিতে-গলিতে আপনাদের বিচরন নিশ্চিত করতে হবে। সব সময় অসহায় দুঃস্থ আর্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। দলমতের উর্ধ্বে উঠে মানব সেবা করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের লাগামহীন দুর্নীতি ও অপশাসনের কারণে দেশের নিরীহ ছাত্র জনতার আন্দোলনের ফলে ৫ আগষ্ট আমরা দ্বিতীয় বার স্বাধীনতা পেয়েছি। সুতরাং এই ফসল আমাদেরকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে।

গাজীপুর মহানগর জামায়াতের শুরা সদস্য ও টঙ্গী সাংগঠনিক মডেল থানা আমীর মোঃ নেয়ামত উল্লাহ শাকেরের সভাপতিত্বে ও মোঃ মাহফুজুর রহমানের পরিচালনায় উক্ত ইউনিট প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন ।তিনি বলেন, ১৯৪৭ সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম বৃটিশদের অপশাসন থেকে। ১৯৫২ সালে আমরা মাতৃভাষা বাংলার জন্য আন্দোলন করেছিলাম। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীনতা পেয়েছি। তখন শুধু একটি পতাকা, একটি মানচিত্র ও একটুকরো জমি পেয়েছিলাম। কিন্তু প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সুখ শান্তি আমরা পাইনি। তাই আবারও আমাদের নিরীহ নিরপরাধ ছাত্র জনতার আন্দোলনের ফলে ৫ আগষ্ট আমরা দ্বিতীয় বার আবারও স্বাধীনতা পেয়েছি। সুতরাং এই স্বাধীনতা ও তার ফসল আমাদেরকে স্ব-যতনে ধরে রাখতে হবে। দেশের সুবিধা বঞ্চিত মানুষ গুলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মী সমর্থকদের দিকে চেয়ে আছেন, আমাদের সেভাবে কাজ করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাইদ মুহাম্মদ ফারুক,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ হোসেন আলী,কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসেন,গাজীপুর মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, মাওলানা মোঃ নুরুল আমিন, থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ ওমর ফারুক, মোঃ আব্দুল করিম আনসারী, মাওলানা সফিকুল ইসলাম, মাওলানা নাজমুল হকসহ টঙ্গী সাংগঠনিক মডেল থানার কর্ম পরিষদ সদস্য ও বিভিন্ন ওয়ার্ড সভাপতিগন। উক্ত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রায় সহস্রাধিক ইউনিট প্রতিনিধি অংশ নিয়েছেন।।

মোঃ আতিক উল্লাহ চৌধুরী

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours