ডেস্ক নিউজ:
যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় অবৈধ অভিবাসীদের চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রে থাকার কোনো বৈধ কাগজপত্র নেই বলে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দু জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার, এ নিয়ে বিবৃতি প্রকাশ করে ডিএইচএস। তাতে বলা হয়, গত ২২ অক্টোবর এসব ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হয়।
কয়েকটি সূত্রের বরাতে এএনআই বলছে, অভিবাসী নীতিতে আরও কঠোর হচ্ছে আমেরিকা ও ভারত। ভারতীয়দের মধ্যে যারা অবৈধ তাদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা। তাতে সায় রয়েছে ভারত সরকারেরও। গত কয়েক বছর ধরেই এভাবে পাঠানো হচ্ছে ভারতীয়দের।
সূত্রটি বলছে, আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের বিশেষ বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে সবাই বৈধ অভিবাসী হয়ে যান। তবে ডিএইচএস থেকে প্রকাশিত বিবৃতিতে ঠিক কতজনকে এবার আমেরিকা থেকে ফেরত পাঠানো হলো, তা উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, গত জুন থেকে এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার অবৈধ অভিবাসীকে দেশ থেকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এ জন্য ৪৯৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এদের মধ্যে ভারতসহ বিশ্বের ১৪৫টি দেশের নাগরিক রয়েছেন।
+ There are no comments
Add yours