কুড়িগ্রামের উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Estimated read time 1 min read
Ad1

 

ইউনুস আলী,কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুল ইসলাম লাভলু। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসীন আলী, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুর রহমান প্রমুখ। এ ছাড়াও পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি ও মাগফেরাতসহ বিভিন্ন আন্দোলন, সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মোঃ আতিক উল্লাহ চৌধুরী

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours