ডেস্ক নিউজ:
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের জন্য অফিস দেয়ার বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়নি।
আজ (৩০ অক্টোবর) বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে কিংবা পরীক্ষা করে দেখা হচ্ছে। অফিস দেয়া হবে এমন সিদ্ধান্ত হয়নি সরকারের পক্ষ থেকে। তবে দেয়া হবে না তাও বলা হয়নি। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি।
এর আগে মঙ্গলবার সরকারের পাঁচ উপদেষ্টার সাথে তার বৈঠকের পর উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছিলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের একটি অফিস ঢাকায় খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
তবে আজ পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, তারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক বা লিখিত কোন প্রস্তাব পাননি, তবে কথাবার্তা চলছে।
তিনি বলেন, তাদের ফ্যাক্টস ফাইন্ডিং টিম ঢাকায় কাজ করছে। আর খুব অল্প কিছু দেশেই তাদের এ ধরনের অফিস আছে। আমরা দেখি আমাদের প্রয়োজন আছে কি না।
তৌহিদ হোসেন জানান জুলাই অগাস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের টিম যে কাজ করছে তার রিপোর্ট পেতে আরও মাসখানেক সময় লাগবে বলে তাকে জানানো হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া ৮ তারিখ চিকিৎসা নিতে লন্ডন যাবেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেই তাকে সহায়তা করা হচ্ছে।
+ There are no comments
Add yours