সাকিব-তামিমের দলে ফেরা ও শান্তর অধিনায়কত্ব নিয়ে যা জানালেন বিসিবি সভাপতি

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

 

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। সাকিব খেলবেন কি না অথবা দলের সাথে যোগ দেবেন কি না সে বিষয়ে এখনও জানা যায়নি কিছুই। নিরাপত্তাজনিত কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে অংশ নিতে দেশে আসতে পারেননি মিস্টার সেভেনটি ফাইভ। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।

সাকিবের পাশাপাশি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে না খেলা তামিম ইকবালের দলে ফেরা নিয়েও রয়েছে গুঞ্জন। এরই মাঝে তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার খবরও চাউর হয়েছে বেশ। একাধিক ইস্যু নিয়ে এবার কথা বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে মিরপুরে বিসিবির জরুরি বোর্ড সভার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ফারুক আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতির কৌশলী উত্তর, যেহেতু ম্যাচটি দেশের বাইরে হবে, আর এখনো দল ঘোষণা করা হয়নি, তাই সিরিজের জন্য সে অ্যাভেইলেবল। আজ রাতে আমি চট্টগ্রামে যাচ্ছি। আগামীকাল সময়মতো দলের ক্রিকেটার ও কোচদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা হবে। সেখান থেকেই দল ঘোষণা হতে পারে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, আমি গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি দেখেছি। তবে আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। চট্টগ্রামে শান্তর সঙ্গে সাক্ষাৎ হলে বিস্তারিত আলোচনা করা হবে। অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে শান্ত এখনো বিসিবিকে অফিশিয়ালি কিছু জানায়নি।

অপরদিকে তামিম ইকবালের দলে ফেরা নিয়ে অকপট উত্তর বিসিবি সভাপতির। বলেন, তামিম ইকবাল মাঠে ফিরবেন নাকি বোর্ডে আসবেন, এই সংক্রান্ত কোনো নিউজ আমার কাছে নেই।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে ৬ নভেম্বর শুরু হতে হওয়া ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৮ এবং ১১ নভেম্বর। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

মোঃ আতিক উল্লাহ চৌধুরী

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours