বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ, বদলে গেলো ছয় মেডিকেল কলেজের নাম

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজসহ দেশের ছয় সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তি নাম বাদ দিয়ে এসব প্রতিষ্ঠানের জেলার নামে নামকরণ করা হয়েছে।

বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

যে ছয়টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো— শেখ হাসিনা মেডিকেল কলেজ, নোয়াখালী; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর; কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী; এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।

এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে- নোয়াখালী মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয়েছে।

নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটিনির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি
১১ জেলায় ৭৫২ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ১১ জেলায় ৭৫২ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ
এর আগে গেলো ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর এসব মেডিকেল কলেজগুলোর নাম পরিবর্তনের দাবি তোলেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় এবার সরকারিভাবে এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হলো।

 

মোঃ আতিক উল্লাহ চৌধুরী

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours