শহীদ আবু সাইদের কবরে শপথ নিয়ে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন শুরু

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত, দোয়া ও শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কমিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আহমেদ ইসহাককে সভাপতি ও ফাইজুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক করে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি লামিয়া ইসলাম ও এ এইচ এম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মজুমদার ও আব্দুল আল মাসুদ রানা, রাজনৈতিক সম্পাদক সাইফুল ইসলাম ফয়সাল, আইন বিষয়ক সম্পাদক হাসনা আক্তার মীম, অর্থ সম্পাদক মাশুক নূর, মিডিয়া ও প্রচার সম্পাদক রায়হান আহমেদ তামীম, দপ্তর সম্পাদক রুমায়ন তমাল, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আসাদুজ্জামান স্বাধীন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ইশতিয়াক, সহ-সম্পাদক কনক সরকার, মোহাম্মদ শাহীন আলমসহ অন্যরা।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে লিখিত বক্তব্য নব নির্বাচিত সভাপতি আহমেদ ইসহাক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে বর্তমান বাংলাদেশ আবারও একটি বাঁক বদলের সামনে এসে দাড়িয়েছে। বাংলাদেশের মানুষের প্রয়োজন এমন একটি রাষ্ট্র ও সরকারব্যবস্থা, যে ব্যবস্থাটি তার জনগনের গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করবে।

ছাত্ররা যদি ইতিহাসের এই অমোঘ আহ্বানকে অনুধাবন করতে পারে তাহলে অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ তার কাঙ্খিত বিজয়কে ঘরে তুলতে পারবে ইনশাআল্লাহ, যে বিজয়ের জন্য এখানকার মানুষ বিগত কয়েকশ বছর লড়াই করেছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, জাতীয় সমন্বয় কমিটির সদস্য সামিউল আলম রাসু, ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক সাধনা মহল, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশকুর রাতুল, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন প্রমুখ।

 

মোঃ আতিক উল্লাহ চৌধুরী

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours