ডেস্ক নিউজ:
সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
জানা গেছে, রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।
উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন।
+ There are no comments
Add yours