আমরা মরতে চাই, দেখি কত লোক মারতে পারে: জি এম কাদের

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা মরতে চাই, দেখি কত লোক মারতে পারে। তিনি এসময় বলেছেন, আগামীকাল শনিবার ২ নভেম্বর পূর্বনির্ধারিত সমাবেশ করবে জাতীয় পাটি।

 

তিনি আজ শুক্রবার ১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন জি এম কাদের। এসময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা দেখতে চাই।

আওয়ামী লীগের কোন অপকর্মের মধ্যে জাতীয় পার্টি জড়িত ছিল না দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, হঠাৎ করে একটি গোষ্ঠী আমাদেরকে আওয়ামী লীগের দোসর বলছে।এই কথার সত্যতা নেই। আমাদের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, গতকাল ছাত্র জনতার নামে কিছু মানুষ এসে আমাদের পার্টি অফিসে আগুন দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিনের নেতৃত্বে তারা এসে হামলা করে।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি কখনও সন্ত্রাসে বিশ্বাসী নয়, এর বিরুদ্ধে আমরা। তিনি আরও বলেন, আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করেছি। আমরা সবার জন্য নামাজ পড়ে দোয়া চেয়েছি। তিনি দাবি করেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দল জাতীয় পার্টির মত এত স্বচ্ছভাবে কাজ করেনি। তিনি বলেন, আমরা ক্ষমতা চাই না। আমরা চাই দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করে সবাই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল। ২০১৪ ও ২৪-এর নির্বাচনে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচন করতে বাধ্য করেছিলো। তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেই কেন অপরাধ হবে? সাংবিধানিক অধিকার এটা। শেষ ৩টি নির্বাচন নিয়ে তথ্য ও ইতিহাস বিকৃত করা হয়েছে। বিএনপি-আওয়ামী লীগের হামলা, মামলা ও দলীয় বিভক্তির রাজনীতির শিকার জাতীয় পার্টি হয়েছে বলেও দাবি করেন জি এম কাদের।

 

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours