মুহাম্মদ ফরিদ উদ্দীন
সাতকানিয়া, উপজেলা, প্রতিনিধি।
চট্টগ্রামের সাতকানিয়ায় আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, প্রথিতযশা সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব হেলাল হুমায়ুন এর ৮ম ও কলেজের স্বপ্নদ্রষ্টা কবি-হাকিম-মাওলানা মরহুম ইসমাঈল হিলালীর ৩৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ হারুনর রশিদ।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জামাল উদ্দিন হায়দার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ ইসহাক।
বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ আজিজুর রহমান।
বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবদুল মজিদ পাটোয়ারী, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আমির হোসাইন।
ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন- মর্জিয়া বেগম ও সাজিদ আল মোহাইমিন।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন- সাজিদ আল মোহাইমিন।
হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন, সাঈদ রাব্বি চৌধুরী, শারকিয়াতুল জান্নাত ও শরীফা সুলতানা, রাকেবাতুল জান্নাত এবং প্রথমা চৌধুরী।
সভাপতি মোহাম্মদ ইসহাক বলেন, মরহুম হেলাল হুমায়ুন আজীবন এলাকায় উচ্চ শিক্ষার বিস্তার বিশেষত নারী শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি এলাকায় বিদ্যুতায়ন, রাস্তাঘাট উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি পরোপকারী, অতিথি পরায়ণ ও শিক্ষানুরাগী ছিলেন।
পরে, মরহুমদের মাগফেরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও কবর জেয়ারত করা হয়।
+ There are no comments
Add yours