ডেস্ক নিউজ:
কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভেতর থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটলেও পুলিশের পক্ষ থেকে সেটি প্রকাশ করা হয়নি।
পরে আজ শনিবার দুপুরের দিকে বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।
মোটরসাইকেল চুরির বিষয়টি ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র। ভেড়ামারা থানায় কর্মরত পুলিশের এসআই আলামিন হোসেন কনস্টেবল মাসুদ ও সোহেল রানা থানার ভেতরের গ্যারেজে তিনটি মোটরসাইকেল রেখেছিলেন।
ভোরে গ্যারেজে গিয়ে দেখতে পায় মোটরসাইকেল ৩টি নেই। চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলের লক ভেঙে বাজাজ কোম্পানির ১৫০ সিসির পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল নিয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।’
+ There are no comments
Add yours