ইলেক্টোরাল কলেজ ভোট: ট্রাম্প ২১৪, কমালা ১৭৯

Estimated read time 1 min read
Ad1

 

আন্তর্জাতিক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। এরইমধ্যে ভোটগ্রহণ শেষ হওয়া বেশকয়েকটি রাজ্য থেকে ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত ২১৪টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। অপরদিকে কমালা হ্যারিস পেয়েছেন ১৭৯টি ইলেক্টোরাল ভোট।

ভোটের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, শুরুতে অনেকটা পিছিয়ে থাকলেও খুবই অল্প সময়ের ব্যবধানে ব্যবধান কমিয়েছেন কমালা হ্যারিস। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের ঘাড়ে একপ্রকার নিশ্বাস ফেলছেন এই ডেমোক্রেটিক প্রার্থী।

আল জাজিরার পূর্বাভাস অনুযায়ী, টেক্সাস, কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, নর্থ ড্যাকোটা, সাউথ ডেকোটার মতো অঙ্গরাজ্যগুলোতে জিততে চলেছেন ট্রাম্প। অপরদিকে ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, রোড আইল্যান্ড, মেরিল্যান্ড, ডেলাওয়্যার, ইলিনয় ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমালা হ্যারিস।

প্রসঙ্গত, দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা। এবারের নির্বাচনে পেনসিলভানিয়া রাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours