আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও নির্বাচনে পরাজিত প্রার্থী কমলা হ্যারিস।
হ্যারিসের একজন জ্যেষ্ঠ সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন বলে আজ বৃহস্পতিবার এক প্রতিবদেনে জানিয়েছে সিএনএন।
মঙ্গলবারের নির্বাচন এখন পর্যন্ত ২৯৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। আর ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট। এখন তিন অঙ্গরাজ্যে ফলাফল ঘোষণা হয়নি।
হ্যারিসের সহকারীর মতে, তিনি (কমলা হ্যারিস) শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং আমেরিকানদের জন্য তাঁর (ট্রাম্প) প্রেসিডেন্ট হওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।
হোয়াইট হাউসের তথ্যানুসারে, প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের ফলাফল এবং উত্তরণ নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
আগের দিন হ্যারিসকে তার ঐতিহাসিক প্রচারণার জন্য অভিনন্দন জানাতে এবং ট্রাম্পকে তাঁর বিজয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। ট্রাম্পকে হোয়াইট হাউসে তাঁর সঙ্গে দেখা করার আমন্ত্রণও জানান তিনি।
+ There are no comments
Add yours