আর্জেন্টিনাকে নিয়ে ভারতে খেলতে আসছেন মেসি

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

আগামী বছর ভারতে একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ীদের দলে থাকবেন লিওনেল মেসিও। দেশটির কেরালা রাজ্যে গড়াবে ম্যাচ। আর্জেন্টিনা সরকার ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনাও শেষ হয়েছে ভারতের।

 

বুধবার কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুলরহিম বিষয়টি জানিয়েছেন। স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের। আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচটি গড়াতে পারে। ভেন্যু হিসেবে আপাতত কোচির স্টেডিয়ামের কথা চিন্তা করা হচ্ছে। সেখানে ৬০ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতা রয়েছে। ম্যাচের সকল খরচ বহন করবে কেরালা সরকার। ম্যাচ উপলক্ষে ফিফা কর্মকর্তারাও সেখানে আসবেন।

আব্দুলরহিম বলেছেন, ‘আর্জেন্টিনার কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিছুদিন পরই কেরালাতে আসবেন এএফএ কর্মকর্তারা। সব খতিয়ে দেখবেন। পাশাপাশি কেরালাতে ফুটবল একাডেমি গড়ার চিন্তা করছে এএফএ। তাতে গোটা রাজ্যের ফুটবল মানচিত্র বদলে যেতে পারে।’

২০১১ সালে প্রথম এবং এখনও পর্যন্ত শেষবার ভারতে এসেছিলেন মেসি। সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নিকোলাস ওটামেন্ডির গোলে জিতেছিল আর্জেন্টিনা। ২ সেপ্টেম্বর যুবভারতীতে সেই ম্যাচে এক লাখের কাছাকাছি দর্শক হয়েছিল।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours