ডেস্ক নিউজ:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার যদি সীমান্তে শক্তি প্রদর্শন ও জাতীয় ঐক্য ঠিক করতে না পারে, তাহলে সমাধান করতে পারবেন না। এ দুটো ছিল বলেই বিএনপির আমলে প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়া দুইবার সফলভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) আমির খসরু বলেন, সরকার দেখবে জনগণ সাথে আছে কিনা? আপনার শক্তি কী? সীমান্তে আপনার শক্তি কী?
এই বিষয়ে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান বলেন, এর আগের দুইবার আমরা রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে পেরেছি। তবে সেই সমাধান টেকসই ছিলো না। তাই তারা আবার ফিরে এসেছে।
তিনি বলেন, একসঙ্গে কমিউনিস্ট ও জামায়াতকে একসঙ্গে বসতে দেখে ভালো লাগছে। এতদিন সবগুলো শক্তি একসঙ্গে আসেনি। এখন আসছে। সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। সেই সাথে আমাদের একটু মাসল প্রদর্শন করতে হবে। নইলে আমাদের কেউ পাত্তা দেবে না। এই কাজটি করতে গিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দিতে পারব না। এমনভাবে করতে চাই, তাতে জাতীয় ও রোহিঙ্গা স্বার্থ বজায় থাকে।
+ There are no comments
Add yours