সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ :

 

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন এবং অন্যান্য কমিশনারদের শপথ আজ। রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়াবেন।

গত বৃহস্পতিবার চতুর্দশ সিইসি হিসেবে এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে, তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিলো।

কমিশনার হিসেবে যারা শপথ নেবেন তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের একমাস পর ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল কমিশন একযোগে পদত্যাগ করে। তারপরই নতুন ইসি গঠনে সার্চ কমিটি গঠন করা হয়। ২০ নভেম্বর, বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ইসির জন্য প্রস্তাবিত ১০ জনের নামের তালিকা দেয়া হয়। সেখান থেকেই পাঁচজনকে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours