সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে রোববার সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

 

সাবেক প্রধান বিচারপতি মো: রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের দেয়া এক শোক বার্তায় বলা হয়েছে, বিচারপতি মো: রুহুল আমিন বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারনে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছিলেন। রোববার রাত ৪:৩০ ঘটিকায় (শনিবার দিবাগত রাত) সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো: রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ও আপিল) উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির প্রশাসনিক কাজ চলমান থাকবে।

আগামী ২৬ নভেম্বর মঙ্গলমার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা অংশগ্রহণ করবেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সাবেক প্রধান বিচারপতি মো: রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

মো: রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ. এবং ১৯৬৫ সালে এলএল.বি. ডিগ্রী অর্জন করেন। ১৯৬৬ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং পরবর্তীতে ১৯৮১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৯২ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০০১ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগদান করেন।

মো: রুহুল আমিন ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ আইনের জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।
সূত্র: চ্যানেল আই।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours