ডেমরা-যাত্রাবাড়ীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) ঢাকার যাত্রাবাড়ীতে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

দুপুরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের কয়েকশ শিক্ষার্থী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এর আগে তারা নিজ নিজ ক্যাম্পাসে লাঠি ও লোহার রড নিয়ে জড়ো হন। তারপর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে মিছিল নিয়ে যায়।

এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থীরা হামলা ও একে অপরকে লক্ষ্য করে ইটের টুকরো নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়।

মাহবুবুর রহমান মোল্লা কলেজে তখন হামলা চালিয়ে ভবন ভাঙচুর ও প্রতিষ্ঠান থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানা গেছে। তিন কলেজ শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষে এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ এক ডজনের বেশি কলেজের হাজারও শিক্ষার্থী কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলার একদিন পর এই হামলার ঘটনা ঘটেছে।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours