ওয়ানডেতে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে জিতল বাংলাদেশের মেয়েরা

Estimated read time 1 min read
Ad1

 

স্পোর্টস ডেস্ক:

 

ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের ম্যাচে আরও একটি রেকর্ড গড়ল বাংলাদেশের মেয়েরা। রানের দিক থেকে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে জয় তুলেছে নিগার সুলতানা জ্যোতির দল। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম টাইগ্রেস। গড়েছে ইতিহাস।

এর আগে বাংলাদেশের বড় জয়টি ছিল ১১৯ রানের। গত বছরের ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় সাফল্যটি এসেছিল।

বাংলাদেশের দেয়া ২৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে একশর আগেই গুটিয়ে যায় আইরিশরা। ২৮.৫ ওভারে ৯৮ রানে অলআউট হয় সফরকারী দল। সফরকারী ওপেনার সারা ফোর্বস সর্বোচ্চ ২৫ রান করেন। অভিজ্ঞ ক্রিকেটার লরা দিলানির ব্যাট থেকে আসে ২২ রান।

নাহিদা আক্তার ও সুলতানা খাতুন ৩টি করে উইকেট নেন। শুরুর দুটি উইকেট নেন পেসার মারুফা আক্তার।

অল্পের জন্য সেঞ্চুরি পাননি শারমিন আক্তার সুপ্তা। একবছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন রাঙিয়েছেন ডানহাতি টপঅর্ডার ব্যাটার। ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন। মারেন ১৪টি বাউন্ডারি। সুপ্তার ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তোলে বাংলাদেশ।

এটিই ৫০ ওভারের ক্রিকেটে টিম টাইগ্রেসের সর্বোচ্চ সংগ্রহ। গতবছর ইস্ট লন্ডনে সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে ২৫০ রান করেছিল জ্যোতির দল।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। মুর্শিদা খাতুন ও ফারজানা হক পিংকির ৫৯ রানের জুটিতে ভালো সংগ্রহের ভিত্তি পায় স্বাগতিক দল। ৩৮ রান করে লরা দিলানির শিকার হন মুর্শিদা। ফারজানা অবশ্য তুলে নেন ফিফটি। ৬১ রানের ইনিংস খেলেন। চার মারেন ৪টি।

সুপ্তার সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন পিংকি। জ্যোতি ২৮ বলে ২৮ রানের ইনিংস খেলেন তিনটি চারের সাহায্যে।

বাংলাদেশ ইনিংসের একমাত্র ছক্কা হাঁকিয়ে ৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি।

এবার আক্ষেপ পূরণের খুব কাছে গিয়ে হতাশ হতে হল তাকে। ৪৯তম ওভারের শেষ বলে ঝুলিয়ে দেয়া অফস্পিনের সামনে এগিয়ে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ দেন সুপ্তা।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours