
ডেস্ক নিউজ:
ইসকনকে স্বৈরাচারের দোসর দাবি করে সংগঠনটিকে নিষিদ্ধ করতে প্রয়োজনে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেয়া হবে বলে জানিয়েছেন হেফাজতের নেতারা।
ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা এ হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতারা অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে ইসকন ও মোদিকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হিন্দু সম্প্রদায়ের মানুষকে সব ধরনের নিরাপত্তা দেবে বাংলাদেশের মুসলিমরা। কিন্তু ইসকনের সঙ্গে কোনও আপস নয়। হিন্দুত্ব আর ইসকন এক নয় বলেও জানায় হেফাজত নেতারা।
তাদের দাবি, ইসকনের আড়ালে কেউ কেউ এখনও দেশকে অস্থির করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ইসকনকে নিষিদ্ধ করে তাদের সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলে জানানো হয় বিক্ষোভ থেকে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক বৈঠকে এই সমাবেশের সিদ্ধান্ত হয়।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours