আজমির শরিফের জায়গায় মন্দির থাকার দাবি;আদালতে পিটিশন 

Estimated read time 1 min read
Ad1

 

আন্তর্জাতিক ডেস্ক:

 

ভারতের রাজস্থানের বিখ্যাত মাজার আজমির শরিফ দরগাহ নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে দেশটির কট্টর হিন্দুত্ববাদীরা। একটি শিবমন্দিরের ওপর খাজা মইনুদ্দিন চিশতির দরগাহটি গড়ে তোলা হয়েছে দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর বুধবার আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। এমনকি, বারাণসী, মথুরা ও ধরর ভোজশালাসহ সারা দেশের বড় বড় মাজারগুলোর ক্ষেত্রেও একই দাবি তুলেছে হিন্দু সেনা।

আবেদনকারী হিন্দু সেনা সংগঠনের প্রধান বিষ্ণু গুপ্ত। আবেদনে তিনি বলেন, অযোধ্যা, কাশী ও মথুরার মতো আজমিরেও শিবমন্দিরের ওপর মুসলমানরা উপাসনালয় গড়ে তোলেন। তার দাবি, সত্যতা নির্ধারণে ওই দরগাহস্থলের সমীক্ষা করা জরুরি। সেই সঙ্গে আজমির শরিফকে সংকট মোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করে হিন্দুদের হাতে তুলে দেওয়া হোক।

আদালতে দায়ের করা পিটিশনে ১৯১০ সালে হরবিলাস সারদা নামের অবসরপ্রাপ্ত এক বিচারক লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আদিতে আজমির শরিফের স্থানে একটি শিবমন্দির ছিল। সেখানে প্রতিদিন পূজা অর্চনা হতো। কয়েক দিন আগে উত্তরপ্রদেশের সামভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবিতে জরিপ চালানো নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ছয়জন নিহত হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে ২০ ডিসেম্বর।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours