ইউনুস আলী, কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) পরিবর্তন করা হলো। নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম।
সোমবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. একেএম জাকির হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী বিশ্ববিদ্যালয় আইন ২০২১-এর ১০(১) ধারায় প্রফেসর ড. মুহা. রাশেদুল ইসলামকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়।
সাবেক ভিসি প্রফেসর ড. জাকির হোসেন বলেন, ‘নতুন ভিসি আজই (সোমবার) যোগদান করেছেন। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) যোগদান করেছি।
+ There are no comments
Add yours