চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ, নারীসহ গ্রেপ্তার ৫০০

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ থেকে ১০০ নারীসহ ৫০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিক্ষোভ চেন্নাইয়ের উপকূলবর্তী রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত হয়। বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এতে অংশ নেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুন্নানি সংগঠনের প্রধান রাজু। সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান, আরএসএস কর্মী কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইসামি এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বিক্ষোভস্থল রাজা রথিনাম স্টেডিয়ামের কাছাকাছি হলেও বাংলাদেশ উপহাইকমিশনের অবস্থান অলওয়ারপেটে, যা স্টেডিয়াম থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। স্থানীয় সাংবাদিকদের দাবি, বিক্ষোভকারীরা উপহাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেনি।

চেন্নাই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটককৃতদের মধ্যে নারী এবং বিভিন্ন সংগঠনের সমর্থকরা রয়েছেন।

কয়েক বছর আগে চেন্নাইয়ে বাংলাদেশ উপহাইকমিশন চালু করা হয়। সাম্প্রতিককালে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েনের মধ্যে এ ধরনের বিক্ষোভ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours