সৌম্য-টেইলরের রেকর্ড, প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর

Estimated read time 1 min read
Ad1

ডেস্ক নিউজ:

গ্লোবাল সুপার লিগে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। শনিবার ভোরে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। ম্যাচসেরার সাথে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন দলটির ওপেনার সৌম্য সরকার।

 

ফাইনালে টসে জিতে আগে ব্যাট করা রংপুর রাইডার্সের দুই ওপেনার সৌম্য সরকার ও স্টিভেন টেইলর রেকর্ড গড়েছেন। দুজনে ৮৪ বলে তুলেছেন ১২৪ রান, যা রংপুর রাইডার্সের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। ওপেনিং জুটিটি ভেঙেছে জহিরুল ইসলাম ও সৌম্য সরকারের আগের গড়া ১০২ রানের রেকর্ড। আসরে সর্বোচ্চ ১৮৮ রান করেছেন সৌম্য। ১৪টি ক্যাচ নিয়ে রংপুরের সর্বোচ্চ ১৩ ক্যাচের রেকর্ডে নাম থাকা মোহাম্মদ নবীর রেকর্ডও ভেঙেছেন সৌম্য।

টসে জিতে আগে ব্যাটে নামা সোহানের দল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে আসরে নিজেদের সর্বোচ্চ ১৭৮ রান। ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য সরকার। তার সঙ্গী স্টিভেন টেইলর ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে আউট হন। বাকিদের আসা-যাওয়ায় ১৭৮ গিয়ে থামে রংপুর। ভিক্টোরিরার তিন বোলার নেন একটি করে উইকেট।

জবাবে নেমে ভিক্টোরিয়া অলআউট হয় ১২২ রানে, প্রথম আসরে চ্যাম্পিয়নের তকমা পায় রংপুর রাইডার্স। ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার জো ক্লার্ক। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে অপর ওপেনার ব্লেক ম্যাকডোনান্ডের থেকে। হারমিত সিং নেন ৩ উইকেট। তিন স্পিনার শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও সাইফ হাসান ২টি করে উইকেট নেন। কামরুল ইসলাম রাব্বি নেন একটি উইকেট।

বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচ দল নিয়ে উইন্ডিজে বসেছিল গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। আসরের প্রথম দুই ম্যাচে হেরে বাদ পড়ার শঙ্কা জেগেছিল রংপুরের। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠে দলটি, পরে প্রথমবারের চ্যাম্পিয়ন হয়ে ফিরছে।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours