ডেস্ক নিউজ:
মূল্যস্ফীতি কমাতে আরেকটু ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
আজ ৯ ডিসেম্বর সোমবার কো-অর্ডিন্যান্স কাউন্সিল বৈঠকে একথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
ড. আহসান এইচ মনসুর বলেছেন, দ্রব্যমূল্য কমাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ওষুধ দেওয়া হয়েছে। সামনে এটি কাজ করা শুরু করবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, চাঁদাবাজি আগে ছিল এখনো আছে, দ্রব্যমূল্য না কমার এটিও একটি কারণ বলে মন্তব্য তার।
তিনি জানান, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৪ থেকে ৫ শতাংশ হবে বলেও মনে করেন তিনি।
+ There are no comments
Add yours