আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোয় ইউক্রেনের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন জানিয়েছে, টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হামলাকে পাগলামি বলে আখ্যা দেন। ট্রাম্প বলেন, রাশিয়ার কয়েকশ মাইল গভীরে ক্ষেপণাস্ত্র হামলা করা পুরোপুরি পাগলামি। এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এতে শুধু যুদ্ধ আরও তীব্র হবে।
তিনি বলেন, আমি এই বিষয়ে খুব তীব্রভাবে একমত নই। আমরা কেন এটা করছি? আমরা শুধু এই যুদ্ধকে বাড়িয়ে দিচ্ছি এবং এটাকে আরও খারাপ করে তুলছি।
যদিও ট্রাম্প ইউক্রেনের এই সামরিক কৌশলের কড়া সমালোচনা করেছেন তবে স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি ইউক্রেনকে সমর্থন ছেড়ে দেওয়ার পক্ষে নন। তার ভাষায়, যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হলো একটি চুক্তিতে পৌঁছানো। আর তা করতে হলে কোনো পক্ষকে পুরোপুরি ত্যাগ করা যাবে না।
তবে তিনি তার সম্ভাব্য পরিকল্পনার বিস্তারিত প্রকাশে সতর্কতা অবলম্বন করেছেন। তার মতে, এই পরিকল্পনা আগে থেকেই জানালে এর কার্যকারিতা হারানোর ঝুঁকি থাকবে। তিনি বলেন, সাহায্য করার জন্য তার কাছে দারুণ একটি পরিকল্পনা আছে। কিন্তু তিনি যদি এখন সেটি প্রকাশ করে দেন তাহলে সেটা প্রায় অর্থহীন একটি পরিকল্পনায় পরিণত হবে।
+ There are no comments
Add yours