সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
সাতকানিয়ার কেরানিহাট বাজারের আবাসিক হোটেল আল-ঈসানকে ‘সেফ জোন’ হিসেবে ব্যবহার করত মাদককারবারীরা। নিয়মিত সেই হোটেলে চলত মাদকের কারবার। মূলত, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে সেখানে নিয়ে এসে বিক্রি করা হতো এবং বিভিন্ন জেলা উপজেলায় পাঠানো হতো।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে হোটেলটিতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় দুজনকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে ৬ লাখ টাকা বাজারমূল্যের ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটকরা হলেন- জাহাঙ্গীর আলম (৪৩) ও মো. আমিন (৩৬)। উভয়েই কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়ার বাসিন্দা।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, আটক দুই যুবক দীর্ঘদিন কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন। মঙ্গলবার সাতকানিয়ার কেরানিহাটে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ইয়াবাসহ আটক দুইজনকে সাতকানিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
+ There are no comments
Add yours