টঙ্গী ইজতেমা মাঠ খালি করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এমন অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে টঙ্গী ইজতেমা মাঠ খালি করার সিদ্ধান্ত হয়েছে। ইজতেমা মাঠে কেউ থাকবে না। কোন পন্থী থাকবে না।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকবে মাঠ। রাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাদপন্থী নেতা রেজা আরিফ একথা জানান। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাথে ছিলেন।

সাদপন্থীরা মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জোবায়ের পন্থিরাও যেন মাঠে না আসে সে আহ্বান জানানো হয়েছে।

গতকাল রাতে সংঘর্ষে কতজনের মৃত্যু হয়েছে জানতে চাইলে তা না জানিয়ে রেজা আরিফ বলেন, কারা মারলো, কতজনের মৃত্যু হলো তার চেয়ে বড় ইসলামের স্বার্থে নিজেরা দ্বন্দ্ব এড়িয়ে চলা। ইসলামের স্বার্থে মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়ে তিনি উষ্কানিমূলক বক্তব্য না দেয়ার জন্য সকলকে আহ্বান জানান।
সূত্র: চ্যানেল আই

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours