কুড়িগ্রামের উলিপুরে  মহিষ ছিনতাই

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রামঃ

 

কুড়িগ্রামের উলিপুরে এক ব্যবসায়ীর ৭টি মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা নামক এলাকায়।
এবিষয়ে মহিষ ব্যবসায়ী বাদি হয়ে ১জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার  কাহারোল উপজেলার রসুলপুর এলাকার মতিবুর রহমানের ছেলে রুবেল ইসলাম (৩০) পেশায় মহিষ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের রৌমারী থেকে মহিষ ক্রয় করে দিনাজপুরে নিয়ে বিক্রি করে আসছেন।একপযায়ে   বৃহস্পতিবার ছোট-বড় ৭টি মহিষ ক্রয় করে রৌমারী থেকে নৌকা যোগে চিলমারী উপজেলার  রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট নৌকাঘাটে পৌছেন। এরপর ওইদিন রাতে পিকআপ (ঢাকা মেট্রো-ক-২৩-২৮১৬) যোগে দিনাজপুরের উদেশ্যে রওনা দেয়ার সময় ওই এলাকার লুৎফর রহমানের ছেলে আরিফ মিয়া (৩০)সহ কয়েকজন পিকআপের গতিরোধ করেন। এরপর  আরিফসহ বাকীরা ৭টি মহিষ ক্রয়ের চালান দেখতে চাইলে ওই ব্যবসায়ী তাদের চালান গুলো দেখালে তারা সেগুলো কেড়ে নিয়ে সটকে পড়েন। পরে ওই ব্যবসায়ীসহ পিকআপটি উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা নামক এলাকায় পৌছিলে আরিফসহ তার লোকজন আবারো পিকআপটি আটকিয়ে সবাইকে মারধর করে ৭টি মহিষ নিয়ে নিয়ে চলে যান। এর কিছুসময় পর ছিনতাইকারী আরিফের এক সহযোগি এসে পিকআপসহ চালককে নিয়ে উলিপুর বাজারের দিকে চলে যান। এ ঘটনায় রুবেল মিয়া উলিপুর থানাকে বিষয়টি অবগত করলে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে উলিপুর স্টেডিয়ামের সামন থেকে খালি পিকআপটি উদ্ধার করেন। পরে রুবেল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতেই আরিফ মিয়া সহ অজ্ঞাত ৩জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের  ফকিরের হাট ঘাটের নয়াবোস চর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় মহিষ ৭টি উদ্ধার করেন।
উলিপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মহিষ ছিনাতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। মহিষগুলো থানা হেফাজতে  রাখা রয়েছে। বিজ্ঞ আদালতের আদেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours