ফ্যাসিবাদের কাঠামোতে সংস্কার টেকসই হবে না: মির্জা ফখরুল

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

সরকারযন্ত্রে ফ্যাসিবাদের কাঠামো রেখে ওপর থেকে চাপিয়ে দিলে সংস্কার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ স্লোগানে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের (এফবিএস) উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় সংলাপের প্রথম দিনে তিনি একথা বলেন।

বিএনপি’র মহাসচিব বলেন, বিএনপি টেকসই সংস্কারে আন্তরিক। বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়। কারণ, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন।

তিনি বলেন, জনগণকে বাদ দিয়ে কোনো প্রক্রিয়াই গ্রহণযোগ্য হবে না। সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো। তাহলে সংস্কার কাজ এগিয়ে যেত।

তিনি আরও বলেন, একাত্তর এবং তার পরবর্তী সংগ্রামের কথা ভুলে গেলে চলবে না। সেটা স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে।

বিএনপি সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours