ডেস্ক নিউজ:
প্রবল শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ৬০ মিলিয়নের বেশি মানুষ। তুষারঝড়ের কবলে পড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে সাতটি অঙ্গরাজ্যে। বাতিল করা হয়েছে দুই হাজারের বেশি ফ্লাইট।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বৈরী আবহাওয়ার কারণে জরুরি অবস্থা জারি করা সাতটি অঙ্গরাজ্য হলো- মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, ক্যানসাস, মিসৌরি, কেন্টাকি ও আরাকানসার। এর মধ্যে ঝড়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে কেন্টাকিতে।
প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে ব্যাহত হয়েছে বিমান চলাচলও। কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত কিংবা বাতিল করা হয়েছে। ঝড়ে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে অজস্র সড়ক। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।
আবহাওয়াবিদরা বলছেন, মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ার এমন চরম অবস্থা দেখা যাচ্ছে। মেরু ঘূর্ণি একটি ঠান্ডা বায়ুপূর্ণ এলাকা, যা আর্কটিক অঞ্চলে চলাচল করে। এই মেরু ঘূর্ণি যুক্তরাষ্ট্রে ঠান্ডা আবহাওয়া নিয়ে এসেছে।
+ There are no comments
Add yours