বাঁশখালীতে হযরত শাহ্ বোঁচা ফকির (রহঃ) এর বার্ষিক ফাতেহা অনুষ্ঠিত 

Estimated read time 1 min read
Ad1

 

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

বাঁশখালীতে অলিকুল শিরোমণি হযরত শাহ্ বোঁচা ফকির (রহঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বাহাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল ইউপি সদস্য
মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে হযরত শাহ্ বোচা ফকির (রহ:) একতা সংঘ এর আয়োজনে সম্পন্ন হয়েছে। উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) মাদ্রাসা’র সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকানুল ইসলাম।
প্রধান ওয়ায়েজ হিসেবে তকরির পেশ করছেন,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী সাহেব। আলোচকঃ বিটিভি, এটিএন বাংলা ও চ্যানেল নাইন।
প্রধান মেহমান, মাওলানা ক্বারী মুজিবুল হক সাহেব। খতিব, জর্জ কোর্ট জামে মসজিদ বান্দরবান।
বিশেষ ওয়ায়েজ, হযরত মাওলানা আলী আহমদ সাহেব। সিনিয়র শিক্ষক, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদ্রাসা।
হযরত মাওলানা মোহাম্মদ মুফিজুল হক। সিনিয়র শিক্ষক, মাদ্রাসা-ই আবু হুরায়রা (রঃ) চট্টগ্রাম।
হযরত মাওলানা জয়নাল আবেদীন সাহেব। খতিব, পূর্ব বাঁশখালা জামে মসজিদ।
আমন্ত্রিত অতিথি বৃন্দ: অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ বাঁশখালী হামেদিয়া রহিমা আলিয়া মাদ্রাসা।
মোহাম্মদ শাহজাহান। রাইটার, জেলা প্রসাশকের কার্যালয়, বান্দরবান।
মোহাম্মদ দেলোয়ার আজিম, বিশিষ্ট সমাজ সেবক।
মোহাম্মদ রমজান আলী সাগর। বিশিষ্ট দানবীর ও ব্যবসায়ী।
মোহাম্মদ জয়নুল আবেদীন। বেঞ্চ সহকারী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, চট্টগ্রাম।
মোহাম্মদ আবদুল মোতালেব। এস আই, বাংলাদেশ পুলিশ। মাওলানা কাইছার কুতুবী। বিশিষ্ট ব্যবসায়ী সিএনএফ।
মোহাম্মদ খোরশেদ আলী চৌধুরী, সিইউ, বাঁশখালী মা-শিশু জেনারেল হাসপাতাল, গুনাগরী।
মাহফিলের মুল অনুষ্ঠানের আগে বাদে আছর হইতে সম্মানিত খুদে হাফেজদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন, হাফেজ মাওলানা নুরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সহকারী শিক্ষক পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকানুল ইসলাম, তিনি এলাকাবাসী ও মেহমানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাহফিল চলাকালে অপ্রসঙ্গিক কিছু কথাবার্তা এসেছে যার জন্য আমরা একতা সংঘ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours