
নিজস্ব প্রতিবেদক:
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- আল্লামা শেরে বাংলা (রহ.) ছিলেন একজন উঁচু মাপের বুজুর্গ আলেমেদ্বীন এবং ইসলামের মূলধারার মহান দিকপাল। সুন্নীয়ত পরিপন্থি যে কোন বক্তব্য, বিবৃতি ও লিখনীর বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরন করতেন। ফলে বাতিলপন্থিদের বিরুদ্ধে তিনি একাই লড়ে গেছেন। জীবদ্দশায় তিনি অসংখ্যবার বাতিল অপশক্তির বিরুদ্ধে বাহাস- মোনাজেরা করে জয়ী হয়েছেন। যৎকারণে আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সম্প্রসারণ ও বিস্তৃতিতে তিনি একাধিকবার বাতিল অপশক্তির আক্রমণের শিকার হন। তিনি ছিলেন আল্লাহ ও নবীপ্রেমের প্রশ্নে আপোষহীন এক সাহসী যোদ্ধা। তিনি কখনো বাতিল অপশক্তির নিকট মাথা নোয়ায়নি। জাতীয় জীবনে সুন্নী জাগরণ সৃষ্টিতে তাঁর অহর্নিশ প্রয়াস-প্রচেষ্ঠা সত্যিই অনস্বীকার্য। সূন্নী ঘরানায় তিনি সর্বদা প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মতো সখছিয়ত এর পদাংক অনুসৃত হলে জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর ও মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মান অধিকতর সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে অদ্য ১৩ জানুয়ারী ‘২৫ সোমবার বিকেল ৫টায় চেরাগী মোড়স্থ সালমা ভবন (২য়) তলায় সংগঠন কার্যালয়ে
ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আজিজুল হক শেরে বাংলা (রহ.) এর ৫৭তম ওরশ শরিফ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাস্টার আনোয়ারুল আজিম, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মোজাম্মেল হোসাইন, ডাঃ হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, অধ্যক্ষ মাওলানা জানে আলম নেজামী, মাওলানা আবদুল মালেক আশরাফী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক বিপ্লবী, কাজী আহসানুল আলম, এস এম আবু সাদেক ছিটু, এম আহমদ রেজা, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, মাওলানা মুরশেদুল আলম কাদেরী, শহিদুল ইসলাম, মাসরুর রহমান, মোহাম্মদ ফোরকান, জিল্লুর রহমান কুতুবী প্রমূখ
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours