ডেস্ক নিউজ:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশন। নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ ও দুর্নীতি দমন এই চার সংস্কার কমিশন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়।
আজ (১৫ জানুয়ারি) বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তারা এই প্রতিবেদন জমা দেন। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে চার সংস্কার কমিশনের প্রধান তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন। প্রতিবেদনের ফলাফল নিয়ে চার সংস্কার কমিশনের প্রধানের বৈঠক করছেন প্রধান উপদেষ্টা।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেল নাগাদ প্রতিবেদনের বিষয়গুলো সংবাদ সম্মেলনে তুলে ধরার কথা রয়েছে। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে গঠিত বাকি সাতটি কমিশন হলো— জনপ্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশন।
গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। পরে ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। এরপর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে সরকার।
এদিকে, সংস্কার কমিশনগুলোকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে প্রথম ধাপের ৫টি সংস্কার কমিশনের মেয়াদ বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত বাড়ায় সরকার। এছাড়া, বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়।
+ There are no comments
Add yours