বাঁশখালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ৩০ জন প্রশিক্ষিত যুব’ কে বারো লক্ষ টাকা যুবঋণ প্রদান

Estimated read time 1 min read
Ad1

 

মোহাম্মদ আমিনুল ইসলাম: চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, বাঁশখালী, চট্টগ্রাম কার্যালয়ে পরিবারভিত্তিক কর্মসূচির আওতায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ১৪/০১/২০২৫খ্রিঃ তারিখে পুঁইছড়ি কেন্দ্রে ৩০ জন সদস্যকে ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা করে ৪০০০০x৩০ = ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা যুবঋণ প্রদান করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান।
এই সময়ে উপস্থিত ছিলেন, মোঃ মোবারক হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
মোঃ মাহবুব সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
মোঃ ওহিদুল ইসলাম, অফিস সহকারী, ক্যাশ কম্পিউটার মুদ্রাক্ষরিক।
অন্তরা মল্লিক, ক্যাশিয়ার-সহ ত৩ জন প্রশিক্ষিত যুবঋণ গ্রহীতা উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি, বৃত্তিমূলক এবং কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করে আসছে বর্তমান সরকার। তিনি আরো বলেন, ‘আমাদের সরকার প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন যুবঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে। যুবদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।’,প্রতি বছরের ন্যায় এবারও ‘জাতীয় যুব দিবস-২০২৪’ পালন করতে পেরে আমরা আনন্দিত। যুবঋণ প্রদান উপলক্ষ্যে  বাঁশখালীর তারুণ্যদীপ্ত যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours