ডেস্ক নিউজ:
মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেফতার পুলিশের তিন সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সোমবার এই বিষয়ে আদেশ দেন।
কারাগারে পাঠানো তিন পুলিশ সদস্য হলেন: উত্তরায় ছাত্র হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতার কনস্টেবল হোসেন আলী, যাত্রাবাড়ীর ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেপ্তার পুলিশের এসি তানজিল আহমেদ ও গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেন।
আদালতে প্রসিকিউটসন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতানা মাহমুদ প্রসিকিউটর গাজী এম এইচ তামিম
+ There are no comments
Add yours