মোঃ ফরিদ উদ্দীন
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি’র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় সাতকানিয়ার রাস্তার মাথা হয়ে কেরানীনাট কাঁচা বাজার প্রদক্ষিণ করে কেরানীহাট সী ওয়াল্ড রিসোর্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও কারা-পরিদর্শক মোজাম্মেল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি হাজী রফিকুল আলম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সেলিমুল ইসলাম, আবুল হোসেন, জামাল হোসেন, এরশাদুল হক চৌধুরী তসলিম, মন্জুর আহমেদ, ফরিদুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শফি, উপজেলা যুবদল আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, কৃষকদলের আহবায়ক হাফেজ আহমেদ, আবদুল কাইয়ুম, মুন্সি সওদাগর, আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আবদুস সবুর, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুস সফুর, সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, শাহ এমরান, সোলাইমান বাবুল,নেয়াজুর রহমান প্রমূখ।
+ There are no comments
Add yours