
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে উত্তর সাতকানিয়া বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর নেতৃত্বে এ মিছিল বাজালিয়া স্টেশনে অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে আলহাজ্ব ইদ্রিস মিয়া চেয়ারম্যানকে আহ্বায়ক, আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লেয়াকত আলী চেয়ারম্যান ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহ্বায়ক এবং লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় শফিকুল ইসলাম রাহী বলেন, “এই কমিটি সময়োপযোগী ও হাইকমান্ডের সুচিন্তিত সিদ্ধান্ত। ইদ্রিস মিয়া চেয়ারম্যান ও লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীবান্ধব নেতা। দুঃসময়ে তাদের ভূমিকা অনস্বীকার্য।”
এসময় উপস্থিত ছিলেন কেওচিয়া ইউনিয়ন বিএনপি নেতা কবি নাছির উদ্দিন, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন সওদাগর, বাজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মমতাজ, কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল ইসলাম বাবলু মেম্বার, ধর্মপুর ইউনিয়ন বিএনপি নেতা জাকের হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ আনন্দ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours