সাবেক মন্ত্রী জাফরুল ইসলামের কবর জিয়ারতে চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ

Estimated read time 1 min read
Ad1

 

 

মোহাম্মদ আমিনুল ইসলাম :চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত করলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে বাঁশখালী উপজেলা কালিপুর ইউনিয়নে পশ্চিম গুনাগরী গ্রামে প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর পারিবারিক কবরস্থানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ কবর জিয়ারত করেন। ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, বাঁশখালীর মানুষের জনপ্রিয় ব্যক্তি আলহাজ্ব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামান দুলাল, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোছাইনী, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার লোকমান আহমদ, আব্দুল গাফফার চৌধুরী, , সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর ছবুর চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়া, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক এডিশনাল পিপি নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ আইন সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট নেজাম উদ্দিন, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি চেয়ারম্যান মহসিন, সাধারণ সম্পাদক রাশেল চৌধুরী, বাহারচরা ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার আজিম চৌধুরী, পৌরসভা যুবদলের আহবায়ক কারানির্যাতিত নেতা তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক বাদশা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন। বিশিষ্ট ব্যাবসায়ী ও বিএনপি নেতা জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যাংকার রাশেদুল ইসলাম চৌধুরী জুয়েল, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবদুর ছবুর, ফরহাদ হোসেন, সদস্য আবু তৈয়ব, বেলাল হোসেনসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা, বাঁশখালী উপজেলা ও পৌরসভার অসংখ্য নাম না জানা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অবিসংবাদিত নেতা ছিলেন, যিনি মৃত্যুর কয়েক ঘন্টা আগেও বিএনপির দলীয় কর্মসূচিতে রাজপথের সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তার রাজনীতি জীবনে দলের প্রতি যে ভালোবাসা তিনি রেখে গেছেন তা নেতা কর্মীদের আজীবন ভুলার মত নয়। অবশেষে তার আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ কাছে মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর জন্য বিশেষ দোয়া প্রার্থনা করে। পরবর্তীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক জেলা পিপি এডভোকেট আবু ছালেহ্ চৌধুরী ও বাঁশখালী উপজেলা ছাত্রদলের সভাপতির কবর জেয়ারত ও পুষ্প মাল্য অর্পণ করেন।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours