![Ad1](https://khoborbangla24.net/wp-content/uploads/2024/01/ads-01-2.png)
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনিদের সরিয়ে গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জর্ডানের বাদশা আব্দুল্লাহ। অধিবাসীদের বহাল রেখেই গাজা পুনর্গঠনে আরব দেশগুলো একমত বলে জানিয়েছেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
ট্রাম্প জানিয়েছেন, গাজাকে মধ্যপ্রাচ্যের সমুদ্রসৈকতে রূপ দেওয়া হবে। গাজা পশ্চিমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এটাকে ঢেলে সাজাতে হবে।
তবে ফিলিস্তিনিদের গাজা এবং অধিকৃত পশ্চিম তীর থেকে বাস্তুচ্যুত করার বিরুদ্ধে জর্ডানের অবিচল অবস্থানের কথা জানিয়েছেন বাদশাহ আবদুল্লাহ।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানিয়েছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠন এবং ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলা করা সবার অগ্রাধিকার হওয়া উচিত।
+ There are no comments
Add yours