
এমসি কলেজে শিক্ষার্থী মারধর: জামায়াতের দুঃখ প্রকাশ, অস্বীকার শিবিরের
ডেস্ক নিউজ:
সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে তালামীযে ইসলামিয়ার এক কর্মীকে মারধরের ঘটনায় ছাত্রশিবিরের কিছু কর্মী জড়িত বলে জানিয়েছে মহানগর জামায়াতে ইসলামী।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর সোবাহানীঘাট এলাকায় একটি বেসরকারি হাসপাতালের বোর্ড রুমে তালামীযে ইসলামিয়া ও জামায়াতে ইসলামীর মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে (এমসি কলেজে) যে বাড়াবাড়ি হয়েছে, আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছুসংখ্যক কর্মী এটার সঙ্গে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে। বিষয়টি দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি।
এদিকে, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির। রাতেই মহানগর শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ ও সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু যৌথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বকে সংঘবদ্ধ অপপ্রচারের মাধ্যমে ছাত্রশিবিরে ওপর দায় দিয়ে দেয়ার অপচেষ্টা করা হচ্ছে। বিষয়টি দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে। সিলেট মহানগর জামায়াতের আমিরও এ অপপ্রচারে বিভ্রান্ত হয়েছেন বলে মনে করছেন তারা। অবিলম্বে তারা এ বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানান।
সূত্র: যমুনা টেলিভিশন
+ There are no comments
Add yours