
দেশ যেন এক আতঙ্কের রাজ্য: জিএম কাদের
ডেস্ক নিউজ:
দেশ যেন এক আতঙ্কের রাজ্য বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, মারাত্মকভাবে বিপর্যস্ত দেশের আইন-শৃংখলা পরিস্থিতি। আইন-শৃংখলার এত নাজুক অবস্থা স্মরণকালে নেই বললেই চলে।
তিনি বলেন, শুধু রাজধানী নয়, সারা দেশেই মানুষ আতঙ্কে ঘুমাতে পারছে না। দেশ এখন চোর, ডাকাত আর ছিনতাইকারীর অভয়ারণ্য। দেশ যেনো এক আতঙ্কের রাজ্য।
তিনি বলেন, আমরা আগেও বলেছি, অপারেশন ডেভিল হান্ট বিরোধীমত দমনে পরিচালিত হচ্ছে। নিরাপদ মানুষদের ধরে অন্যায়ভাবে হত্যা মামলায় অভিযুক্ত করা হচ্ছে। তাদের হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। আর অপরাধীরা বুক চিতিয়ে অপরাধ করে বেড়াচ্ছে।
এসময় রাজনীতিতে বিভাজন সৃষ্টি না করে সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
+ There are no comments
Add yours