সেনাপ্রধান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন: উপদেষ্টা সাখাওয়াত

Estimated read time 1 min read
Ad1

ডেস্ক নিউজ:
নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন। দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার ব্যাপারে সবাইকে সতর্ক করে সেনাপ্রধানের দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সচিবালয়ের ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাখাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রেটেশন (ব্যাখ্যা) কী- তা আপনারা জানেন।

সেনাপ্রধানকে ‘স্ট্রেট ফরওয়ার্ড ম্যান‘ আখ্যা দিয়ে তিনি বলেন, আমি যতটুকু উনাকে চিনি¬ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মুখের ওপর বলেন, বলার মতো লোক। সো আই হ্যাভ লট অব রেসপেক্ট ফর হিম। উনি কী বলেছেন, না বলেছেন¬সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না; এটা উনি দিতে পারবেন।

বক্তব্যে সেনাপ্রধান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহম্মদ ইউনুসের নাম ধরে কথা বলেছেন, এ বিষয়ে সাখাওয়াত হোসেনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এই বিষয়ে আপনারা তাকে (সেনাপ্রধান) জিজ্ঞাসা করবেন।

এর আগে গতকাল রাজধানীর রাওয়া ক্লাবে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। এ সময় তিনি সবাইকে একসঙ্গে থাকার জন্য কাজ করার আহ্বান জানান।

সূত্র: ইত্তেফাক

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours