
চট্টগ্রামের দোহাজারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ নিহত ৩
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দোহাজারী পৌরসভা সদরে আজ পূরবী বাসের ধাক্কায় অটোরিকশা থাকা একটি প্রাইভেট স্কুলে কোচিং করতে যাওয়ার আপন ভাইবোনসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১জন। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর বাসষ্টেশনে ১৩ মার্চ ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে, এইঘনটনার জেরে বিক্ষুদ্ধ জনতা ও শিক্ষার্থীরা দীর্ঘ ২ ঘন্টা চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ করে রাস্তায় ব্যারিকেট দিলে উভয় পাশের শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী,থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্দ জনতার দাবী মেনে নিলে পরে তারা তাদের অবরোধ তুলে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোহাজারী পাঠশালা স্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থী অটোরিক্সা যোগে কোচিংয়ে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর বাসষ্টেশনে এই দূর্ঘটনা ঘটে চট্টগ্রামমুখী একটি পূববী বাস পিছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দিলে রিক্সাটি দুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলে ৭ম শ্রেণীর ছাত্র ওয়াকার উদ্দীন আদিল (১২) ও রিক্সাচালক রুহুল আমিন (৪৫) নিহত হন। ৯ম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা রিজভী (১৫) উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহত কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়।
নিহত আদিল ও উম্মে হাবিবা রিজভী আপন ভাই বোন ও উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকার জসিম উদ্দীনের সন্তান। নিহত রিক্সা চালক রুহুল আমিন ৬ কন্য সন্তানের জনক ওই এলাকার মৃত আমানত উল্লাহর পুত্র। আহত শিক্ষার্থী তুশিন একই এলাকার আবদুল্লার কন্যা।
একই এলাকায় ৩জনের মৃত্যুতে পুরো এলাকায় তিন জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে
+ There are no comments
Add yours