অবিলম্বে শিশু আছিয়ার ধর্ষককে ফাঁসি দেয়াসহ মব জাস্টিস বন্ধ করুন; মঈনউদ্দীন চৌধুরী হালিম

Estimated read time 1 min read
Ad1

অবিলম্বে শিশু আছিয়ার ধর্ষককে ফাঁসি দেয়াসহ মব জাস্টিস বন্ধ করুন; মঈনউদ্দীন চৌধুরী হালিম

নিজস্ব প্রতিবেদক:

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে মানুষ দিশেহারা।

গোটা দেশ এখন আতংকের জনপদে পরিণত হয়েছে।দেশের মানুষ সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছে। মব জাস্টিসের নামে অবলীলায় চলছে খুন, রাহাজানি, ধর্ষন, ছিনতাই, ডাকাতি, লুটতরাজ এর মতো ইত্যাকার গর্হিত অপরাধ। প্রশাসনের নাকের ডগায় এহেন অপরাধ প্রবনতার চর্চা হলেও প্রশাসনের নির্বিকার ভূমিকা প্রশ্নবিদ্ধ।

শিশু আছিয়ার ধর্ষনের ঘটনা আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। অতীতে ধর্ষণের যথোপযুক্ত বিচার না হওয়ায় বরাবরই এধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মন্তব্য করে তিনি অবিলম্বে শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসি কার্যকর করাসহ সকল ধর্ষনের উপযুক্ত বিচারের দাবি জানান।

এছাড়া মব জাস্টিস বন্ধ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শীগগিরই দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলার উদ্যোগে অদ্য ১৪ মার্চ’২৫ বাদে জুমা জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে দেশের বিভিন্ন স্থানে নারী- শিশু ধর্ষনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম আবু সাদেক ছিটু। ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক এইচ.এম.ফোরকান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – নগর ফ্রন্টের সহ-সভাপতি মুহাম্মদ ইমরান, আলী আজগর, নগর যুবফ্রন্ট আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন, ইউসুফ কবির, কাউছারুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মুমিন, দক্ষিণ জেলা সেনা সভাপতি মাসরুর রহমান, শহীদুল ইসলাম, মামুনুর রশিদ, নুরুল আমিন, মোবারক হোসেন হিরু,আল-আমিন প্রমুখ

সমাবেশ শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল লালখান বাজার, ওয়াসা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূনরায় জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে এসে শেষ হয়।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours