
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলার সভাপতি মোশারফ, সম্পাদক মোস্তফা
স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ,আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের জামালপুর জেলা কমিটির অনুমোদন। জাতীয় দৈনিক একুশের বাণী পত্রিকার স্পেশাল করসপনডেন্ট ও জাতীয় সাংবাদিক সংস্থার জামালপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন সরকার সভাপতি এবং মাদারগন্জ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোস্তফা সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন। ১৩ মার্চ রোজ বৃহস্পতিবার উক্ত কমিটি অনুমোদন দেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের জামালপুর জেলা কমিটির ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মোঃ মফিজুর রহমান সোহেল স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের জামালপুর জেলা কমিটির ০১ (এক) বছর মেয়াদি নবগঠিত জামালপুর জেলা কমিটিতে মোঃ মোশারফ হোসেন সরকারকে সভাপতি ও মোঃ মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক জেলা কমিটির অনুলিপির কপি জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম সেবা) ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোঃ আতিক কে প্রেরণ করা হয়।
জামালপুর জেলার নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তাহের তারা, সহ-সভাপতি খায়রুল বাসার , সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদূজ্জামান শামীম, আইন সম্পাদক শফিকুল ইসলাম , দপ্তর সম্পাদক মোঃ আশিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন সবুজ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক প্রিয়াংকা ইসলাম, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম প্রিয়া , নির্বাহী সদস্য মোঃ মোস্তফা , মোঃ বাবলু মিয়া, মোঃ এহছানুল হক, শান্ত মিয়া, মোঃ আব্দুর রউফ, জহুরুল ইসলাম।
+ There are no comments
Add yours