
শিশু আছিয়া ধর্ষকের শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
ইউনুস আলী, কুড়িগ্রামঃ
‘আমার বোন কবরে খুনি কেন বাহিরে’ এই শ্লোগানে শিশু আছিয়া ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন।
আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জেলার ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইয়াকুব রহমান শ্রাবন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, গছিডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে একত্মতা প্রকাশ করেন।
+ There are no comments
Add yours