
ব্রহ্মপুত্র নদে ভাসছিল আ.লীগ নেতার ছেলের লাশ
ইউনুস আলী, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২২)। সে উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়ার ছেলে।
আজ রোববার (১৬ মার্চ) সকালে জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামে ব্রহ্মপুত্র নদে
লাশটি পাওয়া যায়।
আওয়ামীলীগ নেতা সুরুজ্জামাল মিয়া
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ হিসেবে পরিচিত। গত ৭ মার্চ সুরুজ্জামালকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে কুড়িগ্রাম কারাগারে রয়েছেন।
আরিফের মরদেহের পাশে একটি ডিঙ্গি নৌকায় এবং ভূট্টা ক্ষেতে একাধিক ব্যক্তির মাদক সেবনের আলামত পেয়েছে পুলিশ।
আরিফের ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আরিফ ট্রাক্টরচালাতো। রবিবার ভোরে
গাড়ি নিয়ে বের হয়। কিন্তু সকালে তার লাশ নদে ভাসতে দেখতে পাই। আমার ভাইকে হত্যা করে নদে ফেলে দেওয়া হয়েছে।’
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করে
কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এসময় আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours