
কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান খান
ডেস্ক নিউজ:
বড় ছেলে আসিবুর রহমান খানের সঙ্গে পাঁচ মাস দেখা নেই, কাঠগড়ায় দাঁড়িয়ে এ কথা বলতে গিয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান খান। কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শুধু আমার বিরুদ্ধে না, আমার ছেলেকেও আসামি করা হয়েছে। আমার ছেলের সঙ্গে পাঁচ মাস আমার দেখা নেই। ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দেওয়া হয়েছে”। এসব কথা বলে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে দুই চোখ মুছতে থাকেন।
সোমবার ১৭ মার্চ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে একটি মামলার শুনানি চলাকালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার বাড্ডা থানায় রফিকুল হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
এ দিন মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।
দুই পক্ষের শুনানি শেষে আদালত শাজাহান খানের চারদিনের রিমান্ড মঞ্জুর করে। একই মামলায় শাহজাহানের ছেলে আসিবুর রহমানকেও চার দিনের রিমান্ড দেওয়া হয়।
সূত্র: চ্যানেল আই
+ There are no comments
Add yours